যদি কখন আমি হারিয়ে যাই ঐ দূর তারার দেশে,তুমি কী তখনও খুজবে আমায় হাত বাড়িয়ে ভালবেসে...?যদি কোন দিন নিভে যায় আমার আশার প্রদীপ,তুমি কী তখন জ্বালাবে আলোর দ্বীপ...?যদি কখন আমি হারিয়ে যাই দূর দিগন্তে,তখনও কী আমি থাকবো তোমার মনের সীমান্তে...?
যশোরের কেশবপুরের মর্ডাণ ক্লিনিকে আবারও ডাক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই প্রসূতির স্বামী বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সঠিক বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, কেশবপুর উপজেলার সাতবাড়িযা ইউনিয়নের জাহানপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ সাইফুলাহর স্ত্রী তাসলিমা বেগমের প্রসবজনিত বেদনা উঠলে ৩০ সেপ্টেম্বর কেশবপুর শহরের হাসপাতাল রোডের মর্ডান কিনিকে ভর্তি করেন। ঐ রাতে কিনিক কর্তৃপক্ষ তাকে সিজারিয়ান অপারেশন করানোর কথা বলে কালপেন করতে থাকে। এক পর্যায়ে কিনিক কতৃপক্ষ গাইনী ডাক্তার ছাড়াই কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের ডাঃ আব্দুল বারীকে দিয়ে অপরারেশন করান। গাইনি বিষয়ে অভিজ্ঞ না হয়েও ডাঃ আব্দুল বারী সিজারিয়ান অপারেশন করার ফলে রোগীর রক্তপাত হতে থাকে। বার বার রক্ত দেয়ার পরেও রোগীর অবস্থার অবনতি হলে কিনিক কর্তৃপক্ষ সুকৌশলে খুলনার একটি ক্লিনিকে পাঠিয়ে দেয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রোগীর স্বজনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা রোগীর অবস্থা খারাপ দেখে তার চিকিৎসা করতে অপারগতা প্রকাশ ...
Comments
Post a Comment